মেহেরপুর নিউজঃ
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব মোঃ আব্দুর রশিদ মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া সার্বজনীন কালী মন্দির পরিদর্শন করেছেন। মঙ্গলবার দুপুরে তিনি পূজা মণ্ডপে গিয়ে পূজার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি মন্দির কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম এবং সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ সাইদুর রহমান উপস্থিত ছিলেন।