মেহেরপুর নিউজ :
মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বুধবার রাতে সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি পূজা মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং স্থানীয় মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন। এ সময় জেলা প্রশাসক পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও পরিবেশ নিয়ে খোঁজ-খবর নেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।