মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে অনুষ্ঠিত মেহেরপুর জেলা পর্যায়ের ৫২তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি (বালক) খেলায় সদর উপজেলা চ্যাম্পিয়ন আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় জেলা পর্যায়ের ফাইনালে উঠেছে।
শনিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় দল ৩টি লোনা সহ ২৯-২২ পয়েন্টে গাংনী উপজেলার চ্যাম্পিয়ন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে জেলা পর্যায়ের ফাইনালে জায়গা করে নেয়।
খেলা শুরুর আগে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, তৌহিদুল কবীর ও আবির আনসারী।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাহীম, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আখতার হোসেন, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান ও আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, জাব্বারুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।