মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জুন:
মেহেরপুর সদর উপজেলার মনোহনপুর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দু”পক্ষের সংঘর্ষে মহিলা সহ ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন, গোলামের ছেলে এমরান (৩২), খেদমতের ছেলে খোকন ওরফে তরিজুল (৩৫),খোকনের ছেলে শরিফুল (৩০), এবং স্ত্রী সিফারুন খাতুন। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে উভয় পক্ষ মামলার জন্য প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা: অলোক কুমার দাস জানান,আহতরা শরিলের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হয়েছে। বর্তমানে তাদের অবস্থা আশংকামুক্ত।
মেহেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, জমিজমাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আহত খোকন জানান, আজ বুধবার সকাল ৮টার দিকে মনোহরপুর গ্রামের এমরানের সাথে দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে আমি বাড়িতে বসে ছিলাম।এসময় পতিপক্ষ এমরান আমার বাড়িতে হানাদেয় এবং বাকবিতন্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আমাদের কে বেধড়ক লাঠিপেটা করে চলে যায়। স্থানীয় প্রতিবেশিরা রক্তাত্ত অবস্থায় পরিবারের সদস্যদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।
এমরান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, খোকন জোর করে তার দলবল নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। এসময় প্রতিরোধ করতে গিয়ে উভয়ের মধ্য সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয।
