মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জুন:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের চারচারা মোড়ে একটি চায়ের দোকানকে লক্ষে সন্ত্রাসীদের করা বোমা হামলায় আহত হয়েছে ৪ জন।আহতদের মধ্যে মুকুল র্যাবের সোর্স এবং বাকীরা মাংস ব্যবসায়ী(কসাই) বলে জানা গেছে। আহতরা হলেন,সাহারবাটি গ্রামের নেক মহম্মদের ছেলে মুকুল (৪০), কেরামত আলী’র ছেলে সবদুল হোসেন (৩৫), বছের আলী’র ছেলে রমজান আলী (৪৫) ও আবুল কালামের ছেলে আরিফ হোসেন (৩০)।
আহতদের মধ্যে সফদ্দুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। বাকী র্যাবে সোর্স মুকুল মেহেরপুর জেনারেল হাসপাতালে এবং অন্য ২ জন গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বোমা আলামত উদ্ধার করেছে। তবে বোমা হামলার সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত র্যাব ও পুলিশ কাউকে আটক করতে পারেনি।
মেহেরপুর পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও র্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ জানান,কি কারনে এই বোমা হামলা সেটা এ মূহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা। তদন্তে সঠিক তথ্য বের হয়ে আসবে।
আজ রোবাবর রাত পৌনে ৮ টার দিকে মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের চারচারা মোড়ের একটি চায়ের দোকানে গ্রামের কয়েকজন রাজনৈতিক কর্মী এবং সাধারন মানুষ প্রতিদিনের ন্যায় বসে চা পান করছিল। এসময় সন্ত্রাসীরা ঘটনাস্থলে এসে দোকানকে লক্ষ্য করে পরপর ৩ টি শক্তিশালী বোমা ছুড়ে মারে। বিস্ফোরিত বোমার আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে দোকানে বসা থাকা ৪ জন। আশেপাশের লোকজন ছুটে এসে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে গাংনী হাসপাতালে এবং পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
এদিকে গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাহারবাটি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু জানান, আহতরা সবাই বিএনপির কর্মি।
তিনি আরো বলেন,এর আগেও সন্ত্রাসীদের বোমা আঘাতে বিএনপি কর্মি মুকুল আহত হয়েছিল।