ফলোআপ
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জুন:
মেহেরপুরের গাংনী উপজেলার ভারতীয় সীমান্তবর্তি কাজীপুর গ্রামের জোড়া খুনের ৩ নং এজাহারভূক্ত আসামী আতিয়ার রহমান (৪৫) কে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত ) উপপরিদর্শক আসাদুজ্জামান তার সঙ্গীয় ফোর্সসহ আজ রোববার বেলা ১২ টার দিকে অভিযান চালিয়ে কাজীপুর থেকে আতিয়ার রহমানকে আটক করেন।
এসআই আসাদুজ্জামান জানান, আটক আতিয়ার রহমান জোড়া খুন মামলার এজাহারভূক্ত ৩ নং আসামী। আটক আতিয়ার রহমান কাজীপুর গ্রামের আফছার উদ্দীন হালশানা’র ছেলে।
জিজ্ঞাসাবাদে সে জোড়া খুনের কথা স্বীকার করে বিভিন্ন গূরত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানান র্যাব কমান্ডার লেঃ সাজ্জাদ রায়হান।
এদিকে ভারপ্রাপ্ত ওসি আসাদুজ্জামান আরও জানান, জোড়া হত্যাকান্ডের ব্যাপারে নিহতদের বড় বোন জরিনা বেগম বাদি হয়ে ১৫/২০ জনকে আসামী করে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। গাংনী থানায় মামলা নাম্বার ২৫।
উল্লেখ্য, শনিবার সকালে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) এর সোর্স ও কাজীপুর গ্রামের কিয়ামদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও তার ছোট ভাই আবুজেল হক (৩৫) এর লাশ স্থানীয় বর্ডারপাড়ার মাঠ থেকে উদ্ধার করে পুলিশ।
