মেহেরপুর নিউজ:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-২ গোলে এইচভি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় খেলাটি টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের নাসিম, রাব্বি, রাফছি ও নাঈম একটি করে গোল করেন। প্রতিপক্ষ এইচভি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে নাসিম ও রুম্মন একটি করে গোল করেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান এবং জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী।