রেড ক্রিসেন্টের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় আল-আমিন বকুলকে সংবর্ধ
মেহেরপুর আন নূর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আল-আমিন বকুল মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি আল-আমিন বকুল, উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুল এবং সহকারী শিক্ষক হাবিবুর রহমানসহ অন্যরা।
অনুষ্ঠানে আল-আমিন বকুলকে সম্মাননা স্মারক ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।