মেহেরপুর নিউজঃ
শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সিভিল সার্জন ডা. আবু সাইদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডল।
এ ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক বজলুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুস সাত্তার, ইসলামিক ফাউন্ডেশন-এর উপ-পরিচালক এ জে এম সিরাজ মনির, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুল বাশার, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন, এনএসআই-এর এডি জাহিদুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, বিএনপি নেতা রেজাউল করিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা এবং সমবায় অফিসার এনামুল হক প্রমুখ।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা হয়।