মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে ফ্রিজে রাখা গরুর মাংস বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে মাংস বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। সেই সাথে মাংস জব্দ করে মাটিতে পুঁতে রাখা হয়েছে।
রবিবার সকালে গাংনী উপজেলা শহরের কাথুলী মােড়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গাংনী বাজারের কাথুলী মোড়ে মাংস বিক্রেতা মোহাম্মদ আলী গতকালের জবাই করা গরুর মাংস ফ্রিজে রেখে তা রবিবার সকালের দিকে টাটকা মাংস বলে বিক্রি করছিলেন। এমন গােপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী সেনাবাহিনীর একটিদল দল সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন। মাংস বিক্রেতা ফ্রিজে রাখা মাংস বিক্রির বিষয়টি স্বীকার করেন। এসময়
ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী মাংস বিক্রেতা মােহাম্মদ আলীকে ৫ হাজার টাকা জরিমানা ও মাংস জব্দ করে তা বিনষ্ট করার আদেশ দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ভেটেনারী সার্জন আরিফুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর মশিউর রহমান উপস্থিত ছিলেন।