মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে রাতের আঁধারে একটি এড়ে গরু চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে হাড়িয়াদহ গ্রামের মধ্যপাড়ার মৃত গােলাম হােসেনের ছেলে খাইরুল ইসলামের গরু চুরি হয়।
গরু মালিক খাইরুল ইসলাম জানান, প্রতিরাতের ন্যায় মঙ্গলবার দিবাগত রাতে ঘুমিয়ে পড়ি। ভােররাতে ঘুম থেকে উঠে গােয়ালে গিয়ে দেখি, আমার গরুটি নেই। অর্থাৎ চুরি হয়ে গেছে। গরুটির আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।