মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগে মেহেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার ভলিবল ইভেন্টে মেহেরপুর সরকারি কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মেহেরপুর সরকারি কলেজ সরাসরি দুই সেটেই মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজকে পরাজিত করে শিরোপা জয় করে। খেলায় মেহেরপুর সরকারি কলেজ ২৫–১৩ ও ২৫–২০ পয়েন্টের সেটে জয়লাভ করে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।