মেহেরপুর নিউজ:
বাংলাদেশ স্কাউটস মেহেরপুর জেলা শাখার উদ্যোগে কাব হলিডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা স্কাউট ভবন প্রাঙ্গণে এ কাব হলিডের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব হলিডের উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর। সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার মিত্র।
সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামানের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা স্কাউটস কমিশনার মনিরুল ইসলাম। জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে কাব হলিডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রার্থনা সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা স্কাউটস কমিশনার শফিকুল ইসলাম মিন্টু, মুজিবনগর উপজেলা স্কাউটস কমিশনার রূৎ ছবি বিশ্বাস, জেলা কাব লিডার ফারুক হোসেনসহ স্কাউট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাব হলিডেতে মেহেরপুর জেলার ২০টি ইউনিটের মোট ১২০ জন কাব সদস্য অংশগ্রহণ করে। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর বলেন, “তোমরা ফুলের কুঁড়ি। তোমাদের প্রতি যত্ন নিয়ে ফুল ফোটাতে হবে। কাব স্কাউটের আদর্শ নিয়ে জীবনে বড় হতে হবে।”