মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জুন:
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী গ্রাম থেকে ভারতীয় দুই বোতল মদ সহ মারুফ হোসেন (১৮) ও মোছাইদ আলম (১৯) নামের দুই যুবক কে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা আটক করেছে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, মদ সহ আটক কৃত দুই যুবকের নামে সদর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামালা হয়েছে। তাদের কে আজ রোবাবর আদালতে হাজির করলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানাগেছে, আজ রোববার দুপুরে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের ভিতর থেকে দুই বোতল ভারতীয় মদ সহ শহরের হোটেল বাজার পাড়ার আবু হোসেনের ছেলে মারুফ ও সার্কেট হাউজ পাড়ার মাসুদুল আলমের ছেলে মোছাইদ আলম কে ইছাখালী বিজিবি সদস্যরা আটক করে।
ইছাখালী বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল হালিম জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হরিরামপুর গ্রামের ভিতরে অভিযান চালিয়ে থেকে ভারতীয় দুই বোতল মদ সহ দুই যুবক কে আটক করা হয়।