মেহেরপুর নিউজ:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আসনভিত্তিক সমন্বয় কমিটিতে মেহেরপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুনের পক্ষে নির্বাচনী প্রচারণা পরিচালনার জন্য বিশেষ সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রদল নেতা মোঃ মোস্তাফিজুর শেখ মান্না।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আনুষ্ঠানিকভাবে তাকে এই দায়িত্ব প্রদান করেছে। এ দায়িত্বের মাধ্যমে মেহেরপুর-১ আসনে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।
দায়িত্বপ্রাপ্তির প্রতিক্রিয়ায় মোঃ মোস্তাফিজুর শেখ মান্না বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের উপর অর্পিত এই দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুনের বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন তিনি।