মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জুলাই:
ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-১২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের মাঠে অনুষ্ঠিত বালকদের খেলায় শালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ও বালিকাদের খেলায় বুড়িপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ঝাঁঝাঁ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন। এসময় সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আবু নাসার উদ্দীন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল উপস্থিত ছিলেন।