আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ ডিসেম্বর:
আজ মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৪১ বছর পূর্ণ হলো আজ ১৬ ডিসেম্বর, বোরবার। বিজয়_আনন্দের, গৌরবের এবং মাথা তুলে দাঁড়াবার। বাঙালির এ বিজয় বেদনারও। ৩০ লাখ শহীদের আত্মদান আর কয়েক লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত যে বিজয়_ সে তো বেদনার অশ্রুতে সিক্ত হবেই। তবু শত বেদনার মধ্যেও আজ বাঙালির বিজয় উৎসব। ঘরে ঘরে আজ উড়ছে বিজয় কেতন। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ আর আত্মত্যাগের মহিমায় উদভাসিত আজকের দিনটি। একাত্তরের ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যাযজ্ঞের মধ্য দিয়ে এ দেশের মানুষের ভাগ্যাকাশে যে ঘোর অমানিশা নেমে এসেছিল, একাত্তরের ১৬ ডিসেম্বর সকালে সে অমানিশা ভেদ করে মুক্ত আকাশে উদিত হলো একটি নতুন সূর্য। পৃথিবীর মানচিত্রে জন্ম নিল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ।
আজ থেকে ৪১ বছর আগে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালির দেশপ্রেম, ঐক্য ও শৌর্যবীর্যের কাছে পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছিল। এদিন বিকালে ঢাকার তাৎকালীন রেসকোর্স ময়দানে (র্বতমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তি আর মিত্রবাহিনীর সামনে অস্ত্র ফেলে দিয়ে হানাদাররা অবনত মস্তকে দাঁড়ায়। আজকের এ দিনটি জাতির হাজার বছরের ইতিহাসে গৌরবের মহিমায় অনন্য। ১৯৭১ সালে এমন একটি দিনের প্রতীক্ষায় প্রহর গুনেছে বাঙালি। লড়াই করেছে জীবন বাজি রেখে, ঝরিয়েছে বুকের তাজা রক্ত।
এ দিবসের তাৎপর্য তুলে দরে যথাযোগ্যে মর্যাদায় মেহেরপুরেও পালন করা হচ্ছে নানা কর্মসূচী।দিবসের প্রথম প্রহরে জেলা প্রশাসনের উদ্যেগে স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্কে ৩১বার তোপধ্বনীর মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। এসময় শহরের কলেজ মোড়ে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মূতি ফলকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নারী ও শিশু সহ সর্বস্তরের মানুষের ঢল নামে। শহীদ আত্মার মাগফেরাত কামনা করে বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন মেহেরপুর জেলা প্রশাসক দেলওয়ার হোসেন, মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য আলহাজ জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোজ্জাফর হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন ,বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের অঙ্গসংগঠনসমুহ ও বিভিন্ন সামাজিক সাস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষেরা।
এরপর সকাল সাড়ে ৮টায় মেহেরপুর জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজে অনুষ্ঠিত হয়।কুচকাওয়াজে জেলার বিভিন্ন স্কুল /কলেজের ছাত্রছাত্রী, পুলিশ ,আনসার বাহীনি ও জেলার বিভিন্ন স্কাউট দল কুচকাওয়াজে অংশ গ্রহন করে।
এছাড়া জেলা বিভিন্ন মসজিদ, মন্দির, ও গীর্জায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
