শহিদুল ইসলাম,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ জানুয়ারী:
দু’দিনের তীব্র শীতে জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল কিংবা সন্ধ্যা আগুন জালিয়ে শীত নিবারেনে ব্যস্ত অসহায় দরীদ্র মানুষেরা।
এদিকে তীব্র শীতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি সাকো পাড়ায় আব্দুল কাদের(৮৬) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছ।
এলাকাবাসী জানায়, আজ বুধবার ভোর রাতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি সাকো পাড়ার বৃদ্ধ আব্দুল কাদের তীব্র শীত সহ্য করতে না পেরে মারা গেছে।
এছাড়া গত দুদিনে শৈত্যপ্রবাহে সাধারন মানুষ তাদের নিয়মিত কাজ করতে যেয়ে হিমশীম খাচ্ছে বলে জানান মেহেরপুর নিউজকে।