জুলফিকার আলী কানন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জানুয়ারী:
মেহেরপুরের গাংনী উপজেলার দীঘলকান্দি গ্রামের ৫ শতাধিক নারী পুরুষ গাংনী থানায় এসে এক অসৎ চরিত্রের মহিলার অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ জানালেন ।
স্থানীয়রা নাম না প্রকাশ করার শর্তে জানান,দীঘলকান্দি গুচ্ছগ্রামের মোশার স্ত্রী মোমেনা খাতুন গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে ফিলশীনি মামলা দিয়ে হয়রানী করে আসছে।
ইতোপূর্বে সে ওই গ্রামের একাধিক ব্যাক্তিকে মিথ্যা যৌণ হয়রানী মামলা দিয়ে নানাভাবে হয়রানীসসহ জরিমানা আদায় করে আসছে। বেশ কয়েকবার গ্রাম্য শালিসে ওই মহিলাকে সতর্ক করে দেন।
সামপ্রতিক সময়ে ওই গ্রামের লাল মহাম্মদের ছেলে ও গ্রাম বিএনপি’র সভাপতি মোঃ আব্দুল্লাহ, মকবর আলী’র ছেলে ও গ্রাম বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও রুশি’র ছেলে বিএনপি কর্মি আনারুল ইসলামের নামে ৩ টি মিথ্যা যৌণ হয়রানী মামলা করেন।
সবশেষে গত ১০ জানুয়ারী ওই তিনজনের নামে আবারও একটি যৌণ হয়রানী মামলা করাই এলাকাবাসি মামলার বাদী মোমিনার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন।
ওই গ্রামের কুদ্দুছের স্ত্রী খাজিরন নেছা, রবিউল ইসলামের স্ত্রী আশ্বানুর খাতুন, সবদেব আলী’র স্ত্রী আলতাবানু,আজিমের স্ত্রী আনহিলা খাতুন, স্থানীয় শিক্ষক শরীফুল ইসলাম কাবরান আলীসহ কয়েকজন জানান, মোমেনা খাতুন স্থানীয় বিভিন্ন যুবকদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানীসহ জরিমান আদায় করে আসছে।
এদিকে গাংনী থানায় আজ রবিবার বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সাইফুল ইসলাম উভয়পক্ষকে থানায় ডাকলেও মামলার বাদী মোমনা খাতুন আসেনী।
এআই সাইফুল ইসলাম জানান, মামলার বাদী থানায় না আসার কারনে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নী।
