মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জানুয়ারী:
মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর-শালিকা সড়কের বন্ধুক তলার মাঠে অস্ত্রের মুখে জিম্মি করে একটি ওয়ালটন ভিক্টোরি ব্রান্ডের মোটর সাইকেল ,মোবাইল ও নগদ টাকা ছিনতাই করেছে দূবৃত্তরা। এসময় ছিনতায়ে বাধা দেয়ার চেষ্টা করলে মোটর সাইকেল মালিক বন্দরের আতর আলীর ছেলে তোয়াজ্জেম (২৫) ও আবু বাক্কারের ছেলে রকিবুল (২৭)কে বেধড়ক পিটিয়েছে দূবৃত্তরা। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের আতর আলীর ছেলে তোয়াজ্জেম ও আবু বাক্কারের ছেলে রকিবুল ব্যাক্তিগত কাজ শেষে বাড়ির উদ্দ্যেশে আসার পথে রাধাক্ন্তপুর-শালিকা সড়কের বিদ্যাধরপুর মাঠে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তার পথরোধ করে। এসময় তারা বাধা দেয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা বেধড়ক পেটাতে থাকে। এক সময় তারা মারা গেছে ভেবে ফেলে রেখে মোটর সাইকেল ,মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিযে যায়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান,আহত তোয়াজ্জেমের অবস্থা আশংকাজনক।
