জুলফিকার আলী কানন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ জানুয়ারী:
জিটুজি পদ্ধতিতে নাম রেজিস্ট্রেশনের ব্যাপক অনিয়ম,দূর্ণিতীর অভিযোগ এনে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক আবেদন প্রার্থী দিনভর ইউনিয়ন সচীবসহ মেম্বারদের অবরুদ্ধ করে রেখেছিল।
আজ মঙ্গলবার সকাল থেকে এলাকার শত শত লোক বিক্ষোভসহ ইউনিয়ন পরিষদ ঘিরে রাখার খবর ছড়িয়ে পড়লে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় রেজিস্ট্রেশন প্রার্থীরা অনিয়মের অভিযোগে ইউনিয়ন তথ্য ও সেবা ক্রেন্দ্রের উদ্যোক্তা তাহেরুল ইসলামের বিচার দাবী করেন।
হিজলবাড়িয়া গ্রামের মহাদ্দেস আলী, মহিবুল ইসলাম, সাহারবাটি গ্রামের আব্দুল আজিজ,,রিপন আলী,জোড়পুকুর গ্রামের কাফিরুল ইসলাম, দূর্লভপুর গ্রামের বিপুল হোসেন,বিজয় হক, জোড়পুকুর গ্রামের জাব্বারুল ইসলাম সহ কয়েক শত লোক জানান, তথ্য সেবা কেন্দ্রের উদ্যেক্তা আমাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফিস ৬০ টাকা করে নিলেও আমাদের রেজিস্ট্রেশন করার পর রিসিভ কপি দেননি। এছাড়া একই নাম্বারে একাধিক রিসিভ কপি দিয়েছে। তারা অভিযোগ করে বলেন, সাইদুর রহমান ফরু মেম্বার ফরম দেওয়ার নাম করে এলাকার কয়েকশত লোকের কাছ থেকে ৫০ টাকা করে তুলেছেন। অবশেষে এলাকার তোপের মুখে ৫০ টাকা করে কিছু মানুষকে ফেরত দেন।
আজ দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবদুস সালাম ঘটনা স্থলে গিয়ে এরাকার মানুষকে শান্তনা দিয়ে অভিযুক্তকে শাস্তির দেওয়ার আশ্বাসে এলাকাবাসি শান্ত হন।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুস সালাম জানান,ঘটনা শুনেছি। এব্যাপারে আমি সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেব।
