মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জানুয়ারী:
রাজধানীতে শিবিরের ঝটিকা মিছিল এবং যুদ্ধাপরাধীদরে বিচার দ্রুত সম্পন্ন করার দাবি ও যুদ্ধাপরাধীদরে বাঁচাতে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্ররে বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে মেহেরপুর সহ দেশব্যাপী ১৪ দলের মানববন্ধন র্কমসূচিকে ঘিরে শহরে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মেহেরপুর পুলিশ প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঙ্গা পুলিশ সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র্যাবের টহল জোরদার করা হয়েছে। তবে জোহরের নামাজের পর জামায়াত-শিবিরের মিছিল করার কথা শোনা গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মিছিল-মিটিং এর সংবাদ পাওয়া যায়নি।
মেহেরপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,শহরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
