মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জানুয়ারী:
স্বাধীনতার সূতিকাগার ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স এর নির্মাণাধীন প্রকল্প সমূহের বাকী কাজ দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করার আশ্বাস দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী।
আজ সোমবার দুপুরে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি কথা জানান।
এসময় তার সাথে ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাশেম তালুকদার, কার্যক্রম বিভাগের যুগ্ম প্রধান রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধ যাদুঘরের মহা ব্যবস্থাপক মাহবুব-উল-আলম, গণপূর্ত অধিদপ্তরের তত্বাবধায়ক প্রক্যেশলী মিজানুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-প্রধান রেজাউল আযম ফারুকী,সিনিয়র সহকারী সচিব বাবুল মিঞা,স্থাপত্য বিভাগের সহকারী প্রধান আসিফুর রহমান, মেহেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানুলাহ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়া জান আলী, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোক্তার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম,ভাইসচেয়ারম্যান কামরুল হাসান চাঁন্দু উপস্থিত ছিলেন।
সচিব বলেন, মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে আরো নতুন কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে এগুলো অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে।
