আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ ফেব্রুয়ারী:
মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রাম থেকে আন্ত:জেলা ছিনাতাইকারী দলের দুই সদস্যকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে আন্ত:জেলা ছিনতাইকারী দলের ৫ সদস্যতে আটক করলো মেহেরপুর সদর থানা পুলিশ। উদ্ধার করেছে ছিনতাই হওয়া একটি আলগামন। আজ শুক্রবার দুপুরে আটক দু’ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে পুলিশ।
মেহেরপুর সদর থানার ওসি(তদন্ত) মেহেরপুর নিউজকে জানান,ফতেপুর সড়কে ছিনতাইকাজে জড়িত থাকার অপরাধে ২ ছিনতাইকারীকে আটক করা হয়েছে।এদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা হয়েছে। যার মামলা নং-০৬।
পুলিশ জানায়,আজ শুক্রবার প্রথম সকালে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামের নিজ নিজ বাড়ি থেকে আন্ত:জেলা ছিনাতাইকারী দলের সদস্য ইউসুফ আলীর ছেলে আব্দুস সালাম(৪০) এবং পাঁচু শেখের ছেলে সিরাজুল ইসলাম হুদা(৪৩) কে আটক করে পুলিশ।
উল্লেখ্য,আটককৃতরা ৫ ফেব্রুয়ারী রাতে ফতেপুর সড়কে আলগমান ছিনতাই মামলার আসামী।
