মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ মার্চ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের যাত্রী ছাউনির কাছে অভিযান চালিয়ে ৪’শ ৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। এ সময় ফেন্সিডিলের চালানসহ দু মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটকৃতরা হলো: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার আট কবর গ্রামের আলামিন হোসেন (৩৬) ও আব্দুল ওয়াহেদ (৩৫)।
মুজিবনগর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আমির খসরু জানান, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পেয়াঁজের বস্তায় করে ফেন্সিডিলের একটি বড় চালান ঢাকায় নেয়া হচ্ছে। এমন খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের যাত্রী ছাউনীর পাশে অভিযান চালিয়ে কয়েকটি পেয়াজের বস্তায় তল্লাশী চালিযে ৪’শ ৮৯ বোতল ফেন্সিডিল সহ দু মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি সদস্যরা ।
আটক দু’মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে তাদের মুজিবনগর থানায় সোপর্দ করেছে বিজিবি।
