মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ মার্চ:
মেহেরপুর সদর উপজেলার গোপালপুর মদনা ডাঙ্গার মাঝামাঝি সড়কে সড়ক র্দঘটনায় মেহেরপুর শহরের বেড় পাড়ার কিতাব মন্ডলের ছেলে মহাসিন আলী(৪০) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া মেহেরপুর পুলিশ সপারের কন্ট্রোল রুমের পুলিস সদস্য আল মিরাজ গুরুতর জখম হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
জানা যায়, আজ শনিবার দুপর ১২ টার দিকে মেহেরপুর শহরের বেড়পাড়ার কিতাব মন্ডলের ছেলে মহাসিন আলী গাংনীর উদ্যেশে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়।পথিমেধ্য পুলিম সদস্য পুলিশ সুপারের কার্যালয় থেকে তার মোটরসাইকেলে সঙ্গী হয়। পথিমেধ্য তারা গোপালপুর-মদনাডাঙ্গা সড়কের মাঝামাঝি স্থানে পৌছালে পেছন দিকে থেকে একটি ট্রাক তাএদর ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। এ সময় পেছনদিকে থেকে আসা আর একটি মাটি বোঝাই ট্রাকটর নিয়ন্ত্রন রাখতে না পেয়ে তাদের শরিরে উপর দিয়ে চালিয়ে দেয় । এত ঘটনা স্থলেই মোটর সাইকেল চালক মহাসিন আলী মারা যায়। স্থানীয়রা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ঘচনাস্তলে থাকা মেহেরপুর সদর থানার এস আই আকবর আলী মেহেরপুর নিউজকে জানান,মাটিবোঝাই ঘাতক ট্রাক্টরটিকে আটক করে থানায় নেয়া হয়েছে।