মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ মার্চ:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট লীগের আজকের খেলায় মোমিনপুর ডায়মন্ড ক্লাবকে ৭৮ রানে পরাজিত করেছে যাদবপুর তরুন সংঘ। বিজয়ী দলের অলরাউন্ডার ক্রিকেটার ইমন ২৯ রান এবং ৪ উইকেট সংগ্রহ করায় তাকে ম্যান অব দ্যা ম্যাচ নিবর্অচন করেরছেন ক্রিকেট উপ কমিটি।
আজ শুক্রবার মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ক্রিকেট লীগের ১ম রাউন্ডের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে যাদবপুর তরুন সংঘ ২১ ওভার ৪ বলে সবকয়টি উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে।
জবাবে,বিরতীর পর ১৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মোমিনপুর ডায়মন্ড ক্লাব ১১ ওভার ১বল খেলে ৬৩ রানেই গুটিয়ে যায়।
