মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ এপ্রিল:
মেহেরপুরের ১৩টি কেন্দ্রে একযোগে প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রিাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার মেহেরপুর জেলার ৩টি উপজেলার বিভিন্ন গ্রামের মোট ৫ হাজার ১৪০ জন চাকরীপ্রার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে ।
মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট পরীক্ষার্থীর মধ্যে মেহেরপুর সদর উপজেলার ১ হাজার ৮৭১ জন, গাংনী উপজেলার ২ হাজার ৬৭৯ জন এবং মুজিবনগর উপজেলার ৫৯০ জন নিয়োগ প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মেহেরপুর জেলা প্রশাসক দেলওয়ার হোসেন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলীসহ প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।।