মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ মে:
মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামের মাঠে আম ও লিচু বাগান পাহারা দেওয়ার সময় হামলায় ৬ জন বাগান রক্ষী আহত হয়। সন্ত্রাসীরা আহতদের কাছ থেকে মোবাইল ফোন সেট ও দামী টর্স লাইটসহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। যাওয়া সময় তারা পরপর ৩ রাউন্ড গুলি ছুড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহতরা বর্তমানে গাংনী হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা হলেন ,গাংনীর চৌগাছা গ্রামের ইলিয়াস(১৮),জাহিদুল(২০) শামিম(১৮), আমিরুল(২২) ,শরিফুল ইসলাম (২৫) ও কাবিরুল ইসলাম (২০)।
হাসপাতালে চিকিৎসাধীন ইলিয়াস জানান,আজ শুক্রবার ভোর রাতে চৌগাছার গ্রামের আব্দুল লতিফের ৪ বিঘা জমির আম ও লিচু বাগান লিজ নিয়ে প্রতিদিনের ন্যায় ১২ জন সদস্য পাহারা দিচ্ছিল। এ সময় সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারে। সন্ত্রাসীদের ছোড়া ৫ টি বোমা বিস্ফোরিত হয়ে ৫ জন আহত হয়। বোমার আঘাতে আহতদের মাথা,পাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। শামীমের একটি দাঁত ভেঙ্গে গেছে। এসময় সন্ত্রাসীরা শরিফুল নামের একজনকে কে কুপিয়ে আহত করে।
চৌগাছা ভিটা গ্রামের বিপ্লব হোসেন বিট জানান, আম ও লিচু বাগান টি ইতো পূর্বে তার কয়েকজন সদস্য লিজ নিয়েছিল। কিন্তু সন্ত্রাসীদের অত্যাচারের কারনে লিজ ছেড়ে পালিয়ে এসেছি। পরে একই গ্রামের ১২ জন সদস্য লিজ নিলে তাদেরওপরও হামলা হয়।
বাগান মালিক আব্দুল লতিফ জানান,বেশ কয়েকদিন আগে আমার কাছে মোবাইল ফোনে ১ লাখ টাকা চাঁদা চেয়েছিল। এর আগেও ওই বাগানের পাহারাদারদের উপর বোমা হামলা করেছিল সন্ত্রাসীরা।
গাংনী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা শিকার করে বলেছেন ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে।