মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ মে:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের দক্ষিণ শালিকা ও হরিরামপুর গ্রামে বজ্রপাতে মারা গেছে ২ কৃষক। নিহতরা হলো,হরিরামপুর গ্রামের মাহাবুল (৩০) ও শালিকা গ্রামের সাবদার ওরফে সাত্তার আলী (৪২)। আহত হয়েছে শালিকা গ্রামের আরমান (৩৮) নামের এক কৃষক । বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,-শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে নিহতরা দু’জন নিজ নিজ গ্রামের মাঠে গরু চরাচ্ছিল। এ সময় প্রচন্ড বৃষ্টিপাতের সাথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান হরিরামপুর গ্রামের কৃষক মাহাবুল (৩০) । একই সময় পার্শ্ববর্তী দক্ষিণ শালিকা মাঠে কাজ করার সময় শালিকা গ্রামের কৃষক সাবদার ওরফে সাত্তার আলী (৪২)সহ একজন আহত হন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সামসুল আরেফিন, সাবদার ওরফে সাত্তার আলীকে মৃত ঘোষণা করেন ।
