মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ আগষ্ট:
অবৈধ ট্রাইব্যুনাল মানিনা মানবো না,প্রহসনের বিচার মানিনা মানবোনা,হরতাল চলছে ,চলবে এ ধরনের বিভিন্ন স্লোগানে মেহেরপুর শহরের কায়েম কাটা মোড়,সদর উপজেলার আমঝুপি ,বন্দর,রাজনগর,বারাদি বাজার এবং গাংনীর গাড়াডোব,করমদি,পুড়াপাড়া,ছাতিয়ানে চলছে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল। এ ছাড়া সড়কে গাছের গুড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে অবরোধ করে রেখেছে জামায়াতেরর কমীরা। গাংনীর গাড়াডোবে পুলিশের সাথে জামায়াত কর্মীদের থেমে থেমে সংঘষ চলছে বলে খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার ভোর থেকে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা হরতাল সফল করার লক্ষ্যে এ কর্মসূচী পালন করছে বলে জানা গেছে।
আমঝুপি থেকে মেহেরপুর নিউজের ষ্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম জানান,মেহেরপুর জেলা জামায়াতের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে জামায়াত শিবিরের শতশতনেতাকর্মী মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে আমঝুপি হাট িএওলাকায় এস অবস্থান নেয়। সেখানে তারা রাস্তার পাশে পরে থাকা গাছের গুড়ি সড়কে ফেলে সড়ক অবরোধ করে রাখে। এছাড়া আমঝুপি বাজারে টাযারে আগুন জ্বালিয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে বিক্ষোভ প্রদর্শন করছে।
কায়েম কাটা মোড়ে থাকা আমাদের সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মেহেরপুর নিউজকে জানান ,মেহেরপুর সদর উপজেলা জামায়াতের সভাপতি মাহবুব আলম ও শিবিরের জেলা সেক্রেটারি তানভিরের নেতৃত্বে শতশত নেতাকর্মী মেহেরপুর কাথুলি সড়কের কায়েমকাটা মোড়ে অবস্থান নিয়েছে। তারা গাছের গুড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছে।পাশাপাশি তারা হরতালের পক্ষে বিভিন্ন ধরনের স্লোগানি দিচ্ছে। এবং কিছুক্সন আগে এখানে কয়েকটি ককটেল বিষ্ফোরনের ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে তারা পিছু হটে মেহেরপুর পৌর কলেজের নিকট অবস্থান নিয়েছে। তারা পেরিস্থিতি নিয়ন্ত্রনে অনান জন্য জামায়াতের নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গাংনী থেকে আমাদের সময়ের সাংবাদিক ফারুক হোসেন মেহেরপুর নিউজকে জানান,গাংনী উপজেলার গাড়াডোব,পুড়াপাড়া,করমদি এবং ছাতিয়ানে জামায়াত শিবিরের নেতাকর্মিরা স্ব স্ স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে এবং সাথে সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে রেখেছে। পরিস্তিতি নিয়ন্ত্রনে পুলিশের পাশাপাশি র্যাব মোতায়েন করা হয়েছে। গাড়াডোবে থেমে থেমে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করছে।
বারাদি বাজারে থাকা মেহেরপুর নিউজের সিনিয়র ষ্টাফ রিপোর্টার আবু আক্তার জানান,বিক্ষোভ কারীরা আমঝুপি অবরোধ শেষ করে রাজনগরে অবস্থান নেয়। সেখানে বেশ কিছুক্ষন বিক্ষোভ শেসে তারা এখন বারাদিতে এসে অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য,জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে ১২ এবং ১৩ আগষ্ট টানা ৪৮ ঘন্টা হরতালের ডাক দেয় জামায়াত। পরে তারা একদিন পিছিয়ে ১৩ এবং ১৪ আগষ্ট মঙ্গলবার এবকং বুধবার টানা ৪৮ ঘন্টা হরতাল পালন করার ঘোষনা দেয়।