মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ আগস্ট:
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হাসান তুহিনের উপর শিবিরের নৃশংস হামলা ও দেশব্যাপী জামায়াত-শিবিরের সাম্প্রদায়িক দাঙ্গা ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কলেজ ছাত্রলীগ।
আজ শনিবার সকালে মেহেরপুর সরকারি কলেজ ক্যাম্পাসের রেজাউল চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন। সভাপতিত্ব করেন,মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম। বক্তব্য রাখেন,মেহেরপুর সদর থানা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম,কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বেনজীর আহম্মেদ বাদল,কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।
এর আগে একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রেজাউল চত্বরে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
