মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ আগস্ট:
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল নামক স্থানে সড়কে দূর্ঘটনায় টেম্পু চালক সহ ৭ জন আহত হয়েছে। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন,মেহেরপুর বাসস্ট্যান্ডপাড়ার ইউনুস শেখের ছেলে টেম্পুচালক উজ্জল(৩৫), মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের বাদশার ছেলে পলাশ (৩০), এবং যুগিন্দা গ্রামের মৃত: সামাদ আলীর ছেলে আকবর আলী (৫৮)। এ ঘটনায় আহত আরও ৪ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে বলেন,আহতরা আশংকামুক্ত।
পুলিশ জানায়,আজ সোমবার বিকেল ৩ টার দিকে আমঝুপি বাজার থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি টেম্পু মেহেরপুরের দিকে আসছিল।
টেম্পুটি চাঁদবিলের ইম্প্যাক্ট হাসপাতালের সামনের সড়কে পৌছালে অপরদিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে সজোরে ধাক্কা লেগে টেম্পুটি যাত্রী সহ সড়কের পাশে উল্টে যায়।
এসময় টেম্পুর যাত্রীদের চিৎকারে পথচারীরা ছুটে আসে এবং রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।