মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ সেপ্টেম্বর:
মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামে তেলবহনকারী লরির ড্রাম বিষ্ফোরনে ৫ জন গুরুতর আহত হয়েছে।এদের মধ্যে মেহেরপুর সদর উপজেলার খন্দকার পাড়া গ্রামের শুকুর অঅরীর ছেলে টুকুল(৩০), রফিকুল ইসলামের ছেলে জুয়েল,আহমদের ছেলে জুয়েল ও মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের রোজদার আলীর ছেলে আনোয়ারকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ায় একটি গ্যারেজে হোসেন ফিলিংসের একটি তেলবাহী লরির ( ঢাকা মেট্রো ট-৪৪-২৬৭) লরির ট্যাঙ্কিতে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় হঠাৎ কওে ট্যাংকটি বিকট শব্দে বিষ্ফোরন ঘটে।শব্দটি এতই বিকট ছিলো মেহেরপুর শহরের অর্ধেক অংশ কেপে ওঠে।বিষ্ফেরনের ফলে তেলের ট্যাংকটি দুমড়ে মুচড়ে যায়। ওই সময় ট্যাংকে কোনো তেল ছিলো না। বিষ্ফোরনের সময় আহত ব্যাক্তিরা গ্যারেজে কাজ করছিলো।তাদের উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।
