
আব্দুল হালিমের মরদেহ
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ সেপ্টেম্বর:
মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামের দক্ষিন আফ্রিকা প্রবাসির ছেলেকে অপহরনের প্রতিরোধ করায় আব্দুল হালিম (৪০) নামের এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে ডাকাতরা। নিহত স্কুল শিক্ষক আব্দুল হালিম নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং অপহৃত আতাউরের নানা। এসময় ডাকাতের ছোড়া বোমার বিষ্ফোরনে একন নামের আরো একজন গুরুতর আহত হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়,মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মেহেরপুর সদর উপজেলার শুভরাজ পুর গ্রামের দক্ষিন আফ্রিকা প্রবাসী আলিফ হোসেনের বাড়িতে ১৫/২০ জনের একদল ডাকাত বাড়ি ঘেরাও করে তার ছেলে ৪র্থ শ্রেণীর ছাত্র আতাউরকে অপহরন করে নিয়ে যায় । এ সময় তার পরিবার ও আশেপাশের লোকজন চিৎকার করলে প্রতিবেশি স্কুল শিক্ষক আব্দুল হালিম ঘুম থেকে ওঠে ডাকাতদের ধাওয়া করে। এ সময় আব্দুল হামিদ ডাকাত দলের মুখোমুখি পড়ে যায়। এ সময় ডাকাতরা ক্ষিপ্ত হয়ে আব্দুল হালিমকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পর গ্রামবাসী সম্মিলিতভাবে ডাকাতদলকে ধাওয়া করলে ডাকাতরা পরপর ৩টি বোমার বিষ্ফোরন ঘটিয়ে ছেলেটিকে নিয়ে পালিয়ে যায়।এ সময় বোমার বিষ্ফোরনে একেন নামের এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছে।
এদিকে এলাকাবাসীকে ধারনা করছে আতাউরকে অপহরন করে সীমান্তের কাটাতারের বেড়া পার করে ভারতে নিয়ে গেছে।
এদিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছে।