মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৩ মে:
৪ মাসের ও অধিক সময় ধরে মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় জেলা ক্রীড়া অফিসার নিয়োগ না দেয়ায় ৩ জেলার খেলাধুলা স্থবির হয়ে পড়েছে। ৩ জেলার ৬ কর্মচারীর ৪ মাস যাবৎ বেতন বন্ধ রয়েছে।
জানা গেছে, ২০১৩ সালের ডিসেম্বর মাসের ২৮ তারিখে মেহেরপুর জেলার দায়িত্ব প্রাপ্ত জেলা ক্রীড়া অফিসার মাহবুবুল আলম চাকরী থেকে অবসরগ্রহন করেন। মাহবুবুল আলম মুলত কুষ্টিয়া জেলার ক্রীড়া অফিসার হিসেবে নিযোজিত থাকলেও অতিরিক্ত দায়িত্ব হিসেবে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার হিসেবে দাায়িত্ব পালন করতেন। মাহবুবুল আলম চাকরী থেকে অবসর গ্রহন করার ৪ মাস পেরিয়ে গেলেও ৩ জেলায় নতুন কোনো ক্রীড়া অফিসার নিযোগ দেয়া হয়নি।এদিকে ৪ মাস যাবৎ ক্রীড়া অফিসারের পদ শুন্য থাকায় ৩ জেলার ৩ অফিস সহকারী ও ৩ পিয়ন ৪ মাস যাবৎ কোনো বেতন পাননি। ফলে তারা নিদারুন কষ্টে দিনানিপাত করছে।