মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৯ সেপ্টেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামে সড়ক দূর্ঘটনায় জামাল নামের এক আলগামন চালক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরো ৫ শ্রমিক।
সোমবার সকাল ৮ টার দিকে নওয়াপাড়া এলাকায় আলগামন যোগে ধান কাটতে যাওয়ার সময় এ সড়ক দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ধর্মচাকী গ্রামের আব্দুর রশিদের ছেলে আলগামন চালক জামাল (২৬) একই এলাকার ১০/১২ শ্রমিক কে নিয়ে নওয়াপাড়া এলাকায় ধান কাটতে যাচ্ছিল। আলগমনের গতি বেশি থাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্রাকের মধ্যে ঢুকে পড়ে। এ সময় আলগামন চালক জামাল ঘটনাস্থলেই নিহত হয়। এসময় আরো ৫ জন শ্রমিক আহত হয়।