মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ সেপ্টেম্বর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরে মাদক সেবন করার অপরাধে জাহিদুল নামের এক মাদক সেবীর ২ মাস কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরুন কুমার মন্ডল তার কার্যালয়ে ভ্রাম্যামান আদালত বসিয়ে এ রায় দেন। এর আগে মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লার নেতৃত্বে দারিয়াপুর থেকে জাহিদুলকে ২’শ গ্রাম গাঁজা সহ আটক করে। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকতার ভ্রামাম্যান আদালতে হাজির করা হলে বিচারক এ রায় দেন।