মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ অক্টোবর:
মেহেরপুরের গাংনী উপজেলা শহরের বাজারপাড়া এলাকায় শুসান্ত কুমার নামে এক জুয়েলারি ব্যবসায়ীর বাড়ির গেটের সামনে থেকে দু’টি তাজা হাতবোমা উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বোমা দু’টি উদ্ধার করা হয়।
গাংনী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হান্নান জানান, গাংনী-হাটবোয়ালীয়া রাস্তার পাশে পাত্র জুয়েলার্সের মালিক শ্রী শুসান্ত কুমার পাত্রের বাড়ির গেটের সামনে কাগজের ঠোঙার মধ্যে বোমা দু’টি দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে কালো টেপ মোড়ানো হাত বোমা দু’টি উদ্ধার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম বোমা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্বৃত্তরা দুর্গাপূজায় আতঙ্ক সৃষ্টির জন্য বোমাগুলো রাখতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।