মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ অক্টোবর:
মেহেরপুরের গাংনী উপজেলার আযান গ্রামের আনারুলের মেয়ে সালমা (১০) গারম পানিতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, শুক্রবার সকালে আযান গ্রামের আনারুলের স্ত্রী রান্না ঘরে পানি গরম করছিলো। এ মন সময় তার মেয়ে সালমা অসাবধান বশত পানির মধ্যে পড়ে যায়। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।