মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ অক্টোবর:
সুন্দর ও স্বপ্নিল মেহেরপুর গড়ার প্রত্যয়ে জাগো মেহেরপুর’র উদ্যোগে মেহেরপুর পৌরসভার সহযোগীতায় শহর পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার বিকাল ৪ টার দিকে মেহেরপুর পৌরসভার সামনের সড়কে প্রতিকি পরিষ্কারের মাধ্যমে এ অভিযানের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য ফরহাদ হোসেন। মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক এম এ এস ইমন,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, জাগো মেহেরপুর’র উদ্যোক্তা শোয়েব রহমান সেখানে উপস্থিত ছিলেন। পরে মেহেরপুর বড় বাজারের কাচা পট্রিতে মশা নিধনের বিষ প্রয়োগ করা হয়।