মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ অক্টোবর:
মেহেরপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন।
বুধবার সকালের দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, কুষ্টিয়ার বারোখাদা নাইমুল ইসলাম, তার স্ত্রী ফেরদৌসী ও শিশু পুত্র নাইমুল ইসলাম নাইমকে নিয়ে মোটর সাইকেলযোগে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি আসার পথে কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার আকবপুর নামক স্থানে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে নাইম ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় অপর ২ জন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। এদিকে মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় মনোহরপুর গ্রামের মুনসুর উদ্দিনের ছেলে রুহুল আমিন আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।