মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ অক্টোবর:
মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন বলেছেন, প্রতিবন্ধীরা আমাদের এই সমাজেরই মানুষ। তাদের অবহেলা না করে তাদের প্রতি যতœবান হতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আমরা তাদের জন্য যা কিছু করার দরকার আমরা করবো।
জেলা প্রশাসক রোববার সকালে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মিলনায়তনে মেহেরপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ কালে সভাপতির বক্তব্য এ কথা বলেন। এ সময় সেখানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কবি নজরুল শিক্ষা মঞ্জিলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, মুজিবনগর উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুর রহমান প্রমুখ। পরে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ৩৯ জন প্রতিবন্ধীর মধ্যে হুহল চেয়ার বিতরণ করেন।