মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের গরম তেলের উপর পড়ে মায়া খাতুন (৪) নামের এক শিশুর শরীর ঝলসে গেছে।
শুক্রবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, গোভীপুর গ্রামের আজিজুলের মেয়ে মায়া চুলার পাশে খেলা করার সময় চুলার উপর পড়ে যায়। এ সময় গরম তেলে তার শরীর ঝলসে যায়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।