মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ নভেম্বর:
ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে ফুড সিকিউরিটি ২০১২ বাংলাদেশ উজ্জিবিত প্রকল্পের আওতায় মাচা পদ্ধতিতে ছাগল পালন করার জন্য ২ মহিলাকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের সালেহা খাতুন এবং ঢোলমারী গ্রামের তহমিনা খাতুনকে ৮ হাজার টাকা করে ১৬ হাজার টাকা অনুদানের অর্থ তুলে দেয়া হয়। ওয়েব ফাউন্ডেশনের এরিয়া সমন্বয়কারী সেফালি খাতুনের সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভের কেন্দ্রীয় সহকারী সমন্বয়কারী কামরুজ্জামান কামাল। এ সময় অন্যান্যদের বক্তব্য রাখেন নিরীক্ষা বিভাগের প্রোগ্রাম অফিসার মামুন আল রাজী, ইউনিট ম্যানেজার শরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান, ইউনিট সুপারভাইজার ইসমাইল হোসেন, প্রোগ্রাম অফিসার টেকনিক্যাল আসমাউল হুসনা লুনা, আব্দুল আল মামুন প্রমুখ।