মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ নভেম্বর:
মেহেরপুরের ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ইউেরোপীয় ইউনিয়নের অর্থায়নে উজ্জিবক প্রকল্পের আওতায় ২ মহিলাকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে মাচা পদ্ধতিত্বে ছাগল পালন করার জন্য মেহেরপুর সদর উপজেলার বলিয়ায়ারপুর গ্রামের মনোয়ারা বেগম এবং জুগিন্দা গ্রামের নাজেরা খাতুনকে ৮ হাজার করে ১৬ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
ওয়েভের এরিয়া সমন্বয়কারী সেফালি খাতুনের সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম। বক্তব্য রাখেন ইউনিট ম্যানেজার সাইফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার আল মামুন, আসমউল হুসনু লুনা প্রমুখ।