মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ ডিসেম্বর:
মেহেরপুরের গাংণী উপজেলার আকুবপুর থেকে ২৫ বোতল ফেনসিডিল বহন কারী মটর সাইকেলসহ টাবলু নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক টাবলূ একই উপজেলার কাজিপুর গ্রামের সামসুল ইসলামের ছেলে।
মঙ্গলবার সকালে মেহেরপুর গোয়েন্দা পুলিশের ওসি আক্তরুজ্জামানের নেতিত্বে পুলিশের একটি টিম তাকে আটক করে মেহেরপুর গোয়েন্দা পুলিশ অফিসে নিয়ে আসে।
ওসি আক্তারুজ্জামান জানান মটরসাইকেলে করে ফেনসিডিল পাচার কার হচ্ছে এমন সংবাদের ভিতিত্তে গাংণী উপজেলার আকুবপুরে অভিযান চালানো হয়। আকুবপুর থেকে কুষ্টিয়া গামী টিভিএস এপ্যাচি ব্যান্ডের একটি মটোর সাইকেল করে টাবলু নামের এক মাদক ব্যাবসাহী কুষ্টিয়ার উদ্দেশে যাচ্ছিল। এসময় টাবলুকে দেখে সন্ধেহ হলে তাকে চ্যালেঞ্জ করে মটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় মটরসাইকেলের সিট কভারের নিচে সাজানো অবস্থায় ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার কারা হয়। পরে তাকে সহ মোটর সাইকেলটি উদ্ধার করে মেহেরপুর গোয়েন্দা পুলিশ অফিসে নিয়ে আসা হয়। অভিযানে গোয়েন্দা পুলিশের এস আই জিয়া অংশ নেয়।