মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ ডিসেম্বর:
মেহেরপুর শহরের কোর্ট এলাকায় মোটরসাইকেল ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি আহত হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, সদর উপজেলার গোভীপুর গ্রামের আরিফুজ্জামান তার স্ত্রী ফুলনারা খাতুনকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে কোর্ট এলাকায় ইজি বা্ইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বামী স্ত্রী দুজনেই আহত হয়। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
গাছ থেকে পড়ে একজন আহত
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে গাছে উঠে ডাল কাটার সময় গাছ থেকে পড়ে সাইফুল ইসলাম নামের এক ব্যাক্তি আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে,
শুক্রবার সকালে বাড়ির পাশের একটি গাছে উঠে ডাল কাটার সময় সাইফুল অসাবধানবশত নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
রা্ইস মিলের ফিতায় জড়িয়ে শ্রমিক আহত
মেহেরপুর শহরের ঘাটপাড়ার তরিকুল ইসলাম মন্ডলের রাইস মিলে ফিতায় জড়িয়ে মুজাল নামের এক শ্রমিক আহত হয়েছে। আহত মুজাল নতুন পাড়ার রমজান আলীর ছেলে। জানা গেছে, শুক্রবার সকালের দিকে রাইস মিলে কাজ করার সময় অসাবধানবশত শ্রমিক মুজাল শরীরের কাপড় ফিতার সাথে জড়িয়ে যায়। এতে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।