মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ ডিসেম্বর:
মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সাধারন সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সহসভাপতি আলহাজ্ব গোলাম রসুলের সভাপতিত্বে সাধারন সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারন সম্পাদক অ্যাড. খন্দকার একরামুল হক হীরা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য আলহাজ্ব আশকার আলী, কে এম আতাউল হাকিম লাল মিয়া সহ ইউনিটের সদস্যরা। সভায় ইউনিটের সদস্য গন অংশ গ্রহন করেন। পরে নির্বাচন কমিশনার প্রভাষক নুরুল আহমেদ নির্বাচিত কিমিটির নাম ঘোষনা করেন। নির্বাচনে ৭ জন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দীতায় জয়ী হন। তারা হলেন সহসভাপতি পদে আলহাজ্ব গোলাম রসুল, সাধারন সম্পাদক পদে অ্যাড. খন্দকার একরামুল হক হীরা, অ্যাড. শফিকুল ইসলাম, কে এম আতাউল হাকিম লাল মিয়া, অ্যাড, ইয়ারুল ইসলাম, আলহাজ্ব আশকার আলী, আনারুল ইসলাম।