মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ ডিসেম্বর:
সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার এক সপ্তাহ পর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মরুহম আলাউদ্দিনের ছোট ছেলে আবদুল্লাহ আল মাসুম মারা গেছে।
বৃহস্পতিবার বিকালে তার নিজ বাড়ি আশরাফপুর গ্রামে তিনি মারা যান। গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় কোলা- আশরাফপুর সড়কে সড়ক দূর্ঘটনায় মাসুম মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল এবং পরে রাজধানীর উত্তরা হাই কেয়ার হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে কয়েকদিন লাইভ সাপোর্ট রাখার পর বুধবার তাকে নিজ বাড়ি ফেরৎ পাঠানো হয়।